Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০২৫

অধ্যাপক ড. নাইমা হক

অধ্যাপক . নাইমা হক ২১/১০/২০২৪ তারিখে আইন কমিশন এর সদস্য হিসাবে যোগদান করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮২ সনে এলএলবি অনার্স (১ম শ্রেণি) এবং ১৯৮৩ সনে এলএলএম (১ম শ্রেণি) সম্পন্ন করেন ১৯৮৬ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন আরম্ভ করেন এর ধারাবহিকতায় তিনি ১৯৯০ সনে সহকারী অধ্যাপক পদে, ২০০০ সনে সহযোগী অধ্যাপক পদে এবং ২০০৫ সনে অধ্যাপক পদে নিয়োগ প্রাপ্ত হন

১৯৯৫ সনে স্কলারশিপ প্রাপ্ত হয়ে তিনি University of East London, UK হতে ‘Rural Women's Divorce Right in Bangladesh’ বিষয়ে পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ২০০৩-২০০৬ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদেরডীনএবং ২০১৮-২০২০ সনে আইন বিভাগেরচেয়ারপার্সনহিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি Dhaka University Law Journal এর সম্পাদক হিসাবে ২০০৩-২০০৬ সন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে Academic Council এবং Board of Advanced Studies এর সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন

গবেষণায় . হকের গভীর আগ্রহ মূলত পারিবারিক আইন, Civil and Criminal Law, Access to Justice, Gender Issues সহ অন্যান্য বিষয় সম্পর্কিত নীতিমালা প্রণয়ন বাস্তবায়নের সুপারিশের উদ্দেশ্যে নিবেদিত তাঁর রচিত ‘Gender and Law: Recent Judicial Interpretations’, ‘Talaq: A Modern Debate’, ‘Declaration as a Remedy under Specific Relief Act, 1877’, ‘Life Interest under Muslim Law of Gift’, ‘Divorce Conciliation: Without the intervention of the Court and Built-in Conciliation in Family Court Proceedings’, ‘ADR: Recent changes in the Civil Process’, ‘Reflection on the Perception of 'Consent' in Rape Cases’ শীর্ষক প্রবন্ধসমূহ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে এছাড়াও ‘Gender in Law’ শীর্ষক বইয়ে তাঁর ‘Post-Divorce Maintenance: Legal and Social Appraisal’ নামীয় একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে