Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০২৫

বিচারপতি শামীম হাসনাইন

 

বিচারপতি শামীম হাসনাইন ২৪/১০/২০২৪ তারিখে আইন কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন তিনি ১৯৭১ সনে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব আর্টস্‌ (বিএ অনার্স) ডিগ্রি অর্জন করেন ১৯৭৪-৭৫ সনে তিনি ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিষয়ে International Exchange Program সম্পন্ন করেন ১৯৭৮ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি ১৯৮২ সনে Dickinson School of Law, Pennsylvania হতে Master of Comparative Law (MCL) ডিগ্রি অর্জন করেন

১৯৮০ সন হতে ২০০৩ সনের এপ্রিল পর্যন্ত তিনি আইনজীবী হিসেবে তাঁর পেশাগত দায়িত্ব পালন করেন উল্লিখিত সময়ে তিনি Syed Ishtiaq Ahmed & Associates, Dr. Kamal Hossain & Associates এবংআইনবিদ সংস্থা কর্মরত ছিলেন তাঁর কার্যক্ষেত্রের মধ্যে Admiralty, Aviation Law, Banking and Financial Law, Commercial and Corporate Law, Constitutional and Administrative Law, Energy Law, International Commercial Arbitration, Litigation, Project Finance and Telecommunication উল্লেখযোগ্য আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি বিদ্যুৎ উৎপাদন সেবা, টেলিযোগাযোগ এবং অন্যান্য অবকাঠামোগত প্রকল্পে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ প্রদান করেছেন এছাড়া তিনি বাংলাদেশে ব্যবসা প্রসার বিনিয়োগে আগ্রহী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ১৯৯৬ সনে বহুজাতিক ব্যাংকিং কর্পোরেশন HSBC-কে বাংলাদেশে ব্যাংক কোম্পানী হিসেবে প্রতিষ্ঠা ব্যবসা সম্প্রসারণে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া, তিনি গ্রামীনফোন প্রতিষ্ঠা, মেঘনাঘাট পাওয়ার প্রজেক্ট, খুলনা বার্জ মাউন্টেড পাওয়ার প্রজেক্ট এবং টেলিযোগাযোগ আইন, ২০০১ প্রণয়ণে গঠিত পরামর্শক দলের অন্যতম সদস্য ছিলেন

তিনি ১৯৯৬ সনে বিশ্ব ব্যাংক কর্তৃক পরিচালিত `Privatization and Private Sector Development in Bangladesh’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রস্তুতে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন

তাঁকে ২৯/০৪/২০০৩ তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয় এবং এরই ধারাবাহিকতায় ২৯/০৪/২০০৫ তারিখে তিনি একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে যোগদান করেন

তিনি বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর Global Team of lawyers and Judges from Mutiple Jurisdiction এর সহযোগীতায় জাতিসংঘ কর্তৃক প্রণীত `Post-Conflict Criminal Legislation’ এর প্রস্তুতি প্রণয়নে সম্পৃক্ত ছিলেন

আইন কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হওয়ার পূর্বে ২০১৮ সন হতে ২০২৪ সন পর্যন্ত তিনি সালিস আইন, ২০০১ এর অধীন বিভিন্ন সালিসে চেয়ারম্যান সালিসকারী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি UNCITRAL Rules এবং ICC, Paris এর অধীনে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক সালিসে দায়িত্ব পালন করেন

তিনি International Bar Association, Judges Forum, International Law Association এবং American Bar Association এর সদস্য